বৈরি আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে চিনি ও গম বোঝাই দুটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে এক জাহাজের ১৩ জন নাবিক নিখোঁজ রয়েছেন। তবে অপর জাহাজের ১২ জন নাবিক ইতোমধ্যে উদ্ধার হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গর থেকে ঢাকায় পণ্য নিয়ে যাওয়ার সময় জাহাজ দুটি দুর্ঘটনার শিকার হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল ৮টার দিকে বন্দরের বহিনোঙ্গরের মাদার ভেসেল থেকে ২ হাজার টন আমদানিকৃত গম অনলোড করে ঢাকায় যাওয়ার পথে আবুল খায়ের গ্রুপের গমবাহী জাহাজ এমভি আখতার বানু-১ নামে লাইটার জাহাজটি হাতিয়া দ্বীপের কাছে ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গিয়ে ডুবে যায়।
চট্টগ্রাম কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ঘটনাস্থলে একটি টিম যাওয়ার চেষ্টা করেও ফেরত আসে। সাগর উত্তাল ও প্রচণ্ড ঢেউ থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
অপর দিকে, প্রায় একই সময়ে চট্টগ্রাম বন্দর বহিনোঙ্গর থেকে ২ হাজার টন অপরিশোধিত চিনি নিয়ে ঢাকায় যাওয়ার পথে এমভি সিটি নামের আরো একটি লাইটার জাহাজ হাতিয়ার ভাসানচরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেছে। এই জাহাজের ১৩ জন নাবিক উদ্ধার হয়েছেন।