
কিশোরগঞ্জ
গতকাল ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর এই বছরে দিনটি হাজির হয়েছে ভিন্ন এক রুপে। বছরজুড়ে জন্মশতবর্ষের নানা আয়োজনের মধ্যে এই শোক দিবস পালনকে ঘিরেও ছিল নানা আয়োজন ও পরিকল্পনা। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এবারের শোক দিবসের কর্মসূচি পালিত হয়েছে সীমিত আকারে। স্বাস্থ্যবিধি মেনেই যথাযোগ্য ভাবে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ ও উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে করিমগঞ্জ উপজেলা কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সারাদিন ব্যাপী ছিলো বিভিন্ন কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সময় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহ্ফিলে সভাপতিত্ব করেনঃ আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ (উপজেলা চেয়ারম্যান ) করিমগঞ্জ, প্রধান অতিথি ছিলেনঃ জনাব মোঃ জিল্লুর রহমান (জেলা পরিষদ চেয়ারম্যান ) কিশোরগঞ্জ, বিশেষ অতিথি ছিলেনঃ জনাব শামীম আহম্মদ ও জনাব একে এম শামছুল ইসলাম খান (মাসুম) ছাড়াও জেলা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।