যুক্তরাষ্ট্র থেকে ৪৫ দিনের মধ্যে টিকটকের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে ফেলার নির্দেশ দিয়েছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাহী আদেশের মাধ্যমে চীনা কোম্পানিটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা আইনী ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে টিকটক কর্তৃপক্ষ।

এর আগে জনপ্রিয় এ অ্যাপের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সকল আইন মেনে ব্যবসা পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছিল। অন্যদিকে চীনের আরেকটি অ্যাপ উইচ্যাটের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেন ট্রাম্প। নিরাপত্তার ইস্যু সামনে এনে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়ার মধ্যেই প্রতিষ্ঠানটি তাদের আমেরিকান ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রির চিন্তা করছে।