সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার ৫ দিন পর ক্ষতিগ্রস্থ দেশটির প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে।
আজ (১০ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।