ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় রাজ্য সরকার সাতজন আবগারি ও ছয় পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।
 
শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, অবৈধভাবে মদ তৈরির পর রাস্তার পাশের দোকানে বিক্রি করা হয়, সেখান থেকে তা সরবরাহ করা হয় গ্রাহকদের কাছে।