ফরিদপুরে আসিবুর রহমান ওরফে ফারহান (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৩টার দিকে জেলা শহরের পূর্ব খাবাসপুর লঞ্চঘাট এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার আসিবুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ‘আসিবুরকে ঢাকার কাফরুল থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।