জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচএম এরশাদ বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে চেয়েছিলেন। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সেটা তখন করা সম্ভব হয়নি। রাজনৈতিক বাস্তবতার কারণে অনেক সময় সত্য কথা ও কাজ করা যায় না। সে কারণেই শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা করতে পারেননি এইচএম এরশাদ বলে দাবি করছেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।


শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এমন দাবি করেছেন দলটির চেয়ারম্যান।

বঙ্গবন্ধু কোনো দলের নয়; তিনি জাতির সম্পদ বলেও মন্তব্য করে তিনি বলেছেন, দেশের স্বার্থে তিনি (বঙ্গবন্ধু) কারোর সঙ্গে কোন রকমের আপোষ করেননি। তাই দেশের সকল রাজনীতিকদের তার কাছ থেকে শিক্ষা নেয়া উচিত। বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ নয়; সম্মোহিত করেছেন। উদ্বুদ্ধ করেছেন। তার কথায় প্রাণ দিয়েছে লাখো মানুষ। বঙ্গবন্ধুর কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। বঙ্গবন্ধু কাউকে ছাড় দিয়ে কথা বলতেন না। বঙ্গবন্ধুর ভাল দিকগুলো সবার গ্রহণ করতে হবে।

সভায় তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় সরকারি হাসপাতাল খালি করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।

যদিও নির্দিষ্ট করে তিনি বলেননি কোন কোন হাসপাতালে ঘটেছে এ ঘটনা। এরপর বেশ কয়েকবার জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ঘুমিয়ে থাকার কথা জানান তার ব্যক্তিগত সহকারী।

এ বিষয়ে টেলিফোনে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু দাবি করেন, এ ধরনের কোনো কথাই বলেননি জিএম কাদের।

জাপার মহাসচিব বাবলু বলেন, জিএম কাদের বলেছেন, যে আগে অনেক হাসপাতালে কোভিড ইউনিট চালু ছিল, তা এখন সরিয়ে নেয়া হচ্ছে কেন? তবে জিএম কাদের হাসপাতাল খালির বিষয়ে কোন কথা বলেননি।