
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়ায় দেশের ইন্টারনেট সেবায় মারাত্মক ব্যাঘাত ঘটে। এতো বড় ধরনের ব্যাঘাত এর আগে দেখা যায়নি। সিমিউই-৫ সাবমেরিন ক্যাবল কাটা পড়ায় দেশের ইন্টারনেট সেবার ৬০ শতাংশ ব্যাহত হয়। পাওয়ার ক্যাবলের মেরামত শেষে ১৩ ঘণ্টা পর অবশেষে ফের চালু হলো সাবমেরিন ক্যাবল। যদিও বিএসসিসিএল শুরুতে জানিয়েছিলো ৭ ঘণ্টায় ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে।
এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, রাত ১২টার পর মেরামত শেষে পুনরায় স্বাভাবিক গতি ফিরে এসেছে ইন্টারনেটে।