প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে পিএসজি। লাইপজিগকে হারিয়ে এখন তারা ফাইনালে জয়ের স্বপ্ন মজে আছে। সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে ফরাসি চ্যাম্পিয়নরা।


বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও অলিম্পিক লিওঁ। এই ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী রোববার শিরোপা লড়াইয়ে দেখা যাবে পিএসজি জায়ান্টদের।

লিসবনে মঙ্গলবার রাতে ম্যাচের শুরুতে মার্কিনিয়োসের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আনহেল ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন হুয়ান বের্নাত।

খেলার শুরু থেকেই আরবি লেইপজিগকে কোণঠাসা করে রাখে পিএসজি। ম্যাচের মাত্র ৬ মিনিটে গোল মিস করেন নেইমার। তবে ১৩ মিনিটের মাথায় ডি মারিয়ার সেট-পিস থেকে মারকুইনসের অসাধারণ হেডে ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর শুধু গোল আর গোল। ৩-০ ব্যবধানে লেইপজিগকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যায় পিএসজি।