রাজধানী ঢাকার পল্টন ময়দানে মা-ছেলের ক্রিকেট খেলা কাপাচ্ছে ইন্টারনেটের দুনিয়া। শুক্রবার ফেসবুকে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা যাচ্ছে ছেলে বল নিয়ে এগিয়ে যাচ্ছে অপর প্রান্তে মা ব্যাট নিয়ে। 


শুক্রবার ডেইলি স্টারের ফটোগ্রাফার ফিরোজ আহমেদের ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে মুহূর্তেই তা হয়ে যায় ভাইরাল।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, ১১ বছর বয়সী ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিলো তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা'কে নিজের লেগস্পিনের ঘুর্ণিতে কাবু করে বেশ উল্লাস করতেও দেখা যায় শিশুটিকে। এসময় পাকিস্তানী কিংবদন্তি লেগস্পিনার শহীদ আফ্রিদির মতো উদযাপন করতেও দেখা যায় শিশু লেগস্পিনারকে।