
দীর্ঘ পাঁচ মাস গৃহবন্দি থাকার পর আগামীকাল শনিবার ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি, রোহিত, বুমরারা। রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের লড়াই দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল।
তবে, এবার বল গড়াবে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। ক্রিকেটাররা চাইলে পরিবার নিয়েও যেতে পারবেন সেখানে। বিষয়টি জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
প্রাথমিকভাবে ঠিক হয়েছে আসরের সব ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে। টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে।