আজ ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারিতে রাজধানীর মিরপুরে জনিকে থানা হেফাজতে হত্যা মামলায় বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক ঐতিহাসিক রায় হল। জনি হত্যা মামলায় এসআই জাহিদসহ ৩ পুলিশের যাবজ্জীবন দিয়েছেন আদালত। এছাড়া দুই সোর্সের ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন।


বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করেন।

জনির পরিবার ও রাষ্ট্রপক্ষ রায়ে ৫ আসামির সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছিলেন।