
কোয়ারেন্টাইন সম্পর্কিত বিতর্কের জেরে গত দুদিন ধরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে কোয়ারেন্টাইন কড়াকাড়িতে শ্রীলঙ্কা সফর বাতিল করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, শ্রীলঙ্কা বোর্ড যেভাবে এই সিরিজ আয়োজন করতে চাইছে সেভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব নয়।
শ্রীলঙ্কা সরকারের নির্দেশনা, অনুশীলন ছাড়াই ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে সফরকারী দলকে। বিসিবি সর্বোচ্চ ৭ দিনের কোয়ারেন্টাইনে রাজি। এ জন্য শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন প্রস্তাবে না করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শ্রীলঙ্কা সফর নিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বৈঠকে বসেছিলেন টিম ম্যানেজমেন্ট ও বিসিবির শীর্ষ পরিচালকরা। সেখানে উপস্থিত হয়ে নাজমুল হাসান পাপন বলেন, যে টার্মস অ্যান্ড কন্ডিশন শ্রীলঙ্কা দিয়েছে তা ইতিহাসে বিরল। এরকম নিয়ম-কানুনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই সম্ভব না। এ তথ্য ওদের জানিয়ে দেব। আমরা যা ভেবেছিলাম তা ধারের কাছেও নেই।