ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু মারা গেছেন। আজ বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


বরেণ্য এই অভিনেতার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে তিনি ৬ সেপ্টেম্বর থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।