দেশে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। এতে করে আলুর দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা কেজি নির্ধারণ করা হয়েছে। ২০ অক্টোবর, মঙ্গলবার বিকাল ৩টায় খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই দাম পুনর্নির্ধারণ করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন। 

এ বিষয়ে মোহাম্মদ ইউসুফ বলেন, সবার সিদ্ধান্তমতে আলুর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।