শাহরুখের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা পেতে  চান কারিনা


 ‘হোয়াট উইম্যান ওয়ান্ট’ নামে একটি রেডিও অনুষ্ঠান করেন বলিউড তারকা কারিনা কাপুর খান। সেখানে বলিউডের নারীরাই কারিনার অতিথি হয়ে আসেন। আর আসেন সাইফ আলী খানের মতো কিছু ব্যতিক্রম অতিথি। একবার সেই শোতে কারিনা নিজেই ছিলেন অতিথি। সেদিন অনুষ্ঠানের বিষয় ছিল—কারিনা বলিউডের কোতারকার কী চান!

অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি ছিল বলিউডের খানদের নিয়ে। কোন খানের কোন জিনিসগুলোর প্রতি লোভ কারিনার? কারিনা জানিয়েছেন সেসব। কারিনার প্রিয় শহর লন্ডন।ছেলে তৈমুরকে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে প্রিয় শহরে স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন কারিনা। তখন মাঝেমধ্যে লন্ডন থেকে মুম্বাই গিয়ে সিনেমার কাজ করবেন। এ জন্য শাহরুখের লন্ডনের বাড়িটা দরকার তাঁর। শাহরুখের বাড়ির পাশাপাশি কারিনা চান সালমান খানের সব ভক্ত যেন তাঁর হয়ে যায়।