![]() |
বিনোদন ডেস্ক |
ছোট্ট মুঠি গ্লাভসে ঢাকা। অষ্টমীর সকালে নতুন জামা গায়ে। ঘুমটা আজ সকাল সকালই ভেঙেছে? সাজুগুজু করে পরিপাটি ইউভান তাই অষ্টমীর সকালেই মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে চড়ে সোশ্যাল মিডিয়ায় হাজির। অষ্টমীর শুভেচ্ছা জানাতে।
মা-ছেলের এমন ডুয়েট এর আগে দেখা যায়নি। ফলে, পোস্ট হতেই মাত্র কয়েক ঘণ্টায় ভিউয়ার্স ২০ হাজার ছাড়িয়েছে।
ছেলেকে নিয়ে ইনস্টাগ্রামে অনেক বেশি ছবি পোস্ট করেছেন ‘বাবা’ রাজ চক্রবর্তী। কখনো তিনি ছেলেকে কলকাতা চিনিয়েছেন, কখনো বাবার সঙ্গে খুনসুটিতে মেতেছে ইউভান। সেই সব মুহূর্ত নেটাগরিকেরা খুশি মনে উপভোগ করেছেন। মায়ের কোলে বসে বড় বড় চোখ মেলে তাকিয়ে থাকা ইউভানের কাছে পৃথিবী সত্যিই নতুন!