সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান আহমদ (৩৩) যুবক হত্যার ঘটনায়  গ্রেফতার দেখানো সাময়িক বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশীদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেল পৌনে ৪টায় তাকে সিলেট মহানগর মহানগর-৩ এর হাকিম শারমিন খানম নিলা এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মুহিদুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পিবিআই সিলেট’র পুলিশ সুপার (এসপি) খালেকুজ্জামান।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর (রোববার) ভোরে পুলিশের নির্যাতনে রায়হান আহমদ (৩৩) নামে যুবক নিহত হওয়ার অভিযোগ তুলেন তার স্বজনরা। নিহত ওই যুবক সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।