জাতীয় ডেস্ক


ওয়াকিটকিই ছিল নেতাকর্মীদের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম,সোমবার তার বাসায় অভিযান চালিয়ে ৫‌টি ওয়ারল্যাস এ‌বিএস সি‌স্টেম ও ৪০টি ওয়াকিট‌কি ‌সেট, এক‌টি হ্যান্ডকাপ, এক‌টি বন্দুক, বি‌দেশী ম‌দের বোতল ও বিয়ার মদ উদ্ধার করার পর এমন তথ্য জানায় র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, বিটিআরসির অনুমোদন ব্যতীত সম্পূর্ণ অবৈধভাবে এই ওয়ারল্যাস নেটওয়ার্ট তৈরি করেছিল এরফান সেলিম।

এসময় তার বাসার এটি ফ্ল্যাটে টর্চার সেলেরও সন্ধান পায় র‌্যাব। সেখান থেকে হ্যান্ডকাফসহ লোডেট একটি বিদেশি পিস্তল (আমেরিকান), একটি চাইনিজ কুড়াল, ৭ বোতল বিদেশি মদ ও বেশ কিছু বিয়ার জব্দ করে।