স্পোর্টস ডেস্ক


বয়স মাত্র ২৭। বর্তমানে রয়েছেন ফর্মের তুঙ্গে। সে হিসেবে আগামী বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে কাতারের মাঠ মাতানোর কথা পল পগবার। কিন্তু সেই তারকায় নাকি আর ফ্রান্সের হয়ে খেলবেন না। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফুটবল বিশ্ব চিনেছে তাকে। বিশ্বকাপের সে আসরে ফ্রান্সকে শিরোপা জেতাতে যার ভূমিকা ছিল অনবদ্য। তিনি তরুণ ফুটবলার পল পগবা। কাতার বিশ্বকাপ ঘিরেও স্বপ্ন বুনছে তাকে নিয়ে। কিন্তু তার আগেই দেখা দিয়েছে সংশয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দি সান’ এমনই এক তথ্য প্রকাশ করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা পগবা এখনো কিছু জানাননি।