ব্যুরো প্রধান, কিশোরগঞ্জ: 

১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবর্তমানে সাধীনতার সংগ্রাম পরিচালনা করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সেই সৈয়দ নজরুল ইসলাম থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতাদের নিজ জেলাশহর এই কিশোরগঞ্জ।

 মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতিক দলগুলোর উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জের বহুগুনী নেতারা। তাই কিশোরগঞ্জ পৌরসভাকে বলা হয় ভিআইপিদের পৌরসভা। এ পৌর নির্বাচনে চোখ থাকে অনেকেরই । প্রতিদ্বন্দ্বিতায়ও নামতে আগ্রহী বহু লোক।

যদিও নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনো। পৌর নির্বাচনের সময়ও এখনো অনেক বাকী। তবে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে আগে থেকেই। কিশোরগঞ্জ পৌরসভায় বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদও প্রায় শেষ।

বহুগুনী রাজনৈতিক নেতাদের এই ভি আই পি পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে প্রচারে নেমেছেন কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শরীফ । কিশোরগঞ্জ  জেলাসহ পৌর এলাকায় তার প্রিয়ত্বের একটি শক্তিশালী অবস্থান রয়েছে।

তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যায়ন কাল থেকেই ছাত্ররাজনীতিতে অঙ্গাঙ্গীভাবে জরিয়ে ছিলেন। তিনি  ১৯৯৩-১৯৯৪ সালে এ জি এস  ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ  ,  ১৯৯৪-১৯৯৫ সালে  জি এস (ভারপ্রাপ্ত) ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ ও একই সালে ছাত্রলীগ সভাপতি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট , ২০০৩- ২০১৩ সাল পর্যন্ত কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মত বড় দায়িত্ব সততার সাথে পালন করেছেন, এবং বর্তমানে কিশোরগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সেই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। 

তার মতে, কিশোরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার যে সপ্ন দেখেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম, সেই সপ্ন বাস্তবায়ন করা আজো সম্ভব। 

আর তাই  সৈয়দ আশরাফুল ইসলামের কিশোরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তর করার সেই সপ্নকে স্থানীয় সংসদ সদস্য ডাঃ জাকিয়া নূর লীপির পাশে থেকে বাস্তবরুপ দিতে চান তিনি। 

এছাড়াও পৌর এলাকায় মাদকের কালোহাত ও নানান সমস্যা রয়েছে। যা দল ক্ষমতায় থাকা সত্ত্বেও দীর্ঘদিনেও সমস্যার সমাধান মেলেনি। এজন্য কিশোরগঞ্জ পৌরসভায় একজন দক্ষ, সাহসী, ও উদ্যমী মেয়র প্রয়োজন। আর তাই সার্বিক বিষয় মাথায় রেখে এবং দলীয় প্রতীক পেলে এবার মোঃ শরীফুল ইসলাম শরীফ মেয়র পদে নির্বাচন করবেন।