যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২১ নভেম্বর উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সকালে স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শিখা অনির্বাণে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান সামরিক সচিবগণ। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌ বাহিনী প্রধান মো. শাহীন ইকবাল ও বিমান বাহিনী প্রধান মাসিহুজ্জামান সেরনিয়াবাত।