রোববার থেকে বাংলাদেশের আকাশ থেকে মেঘ সরে যাবে। এর পর তাপমাত্রা কমে শীতের দেখা মিলবে।
আকাশ কালো মেঘে ঢাকা, থেমে থেমে বৃষ্টি। শুক্রবার সকাল থেকে রাজধানীসহ দেশের অর্ধেকের বেশি
এলাকার আবহাওয়া যেন বর্ষাকে মনে করিয়ে দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এই মেঘলা আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টি শনিবারও চলতে পারে।