সারা বিশ্বের টেলিভিশন দর্শকদের পরিচিত দুই চরিত্র ইঁদুর ‘জেরি’ ও তার চিরশত্রু বিড়াল ‘টম’। তাদের মধ্যে বন্ধুত্বও কম নয়। কিন্তু এই লড়াই সব বয়সের মানুষকে বিনোদন দিয়ে আসছে।
টম ও জেরির খুনসুটিকে নিয়ে আসা হচ্ছে বড়পর্দায়। ছবির নামও সেই ‘টম অ্যান্ড জেরি’। সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যানিমেশন ছবিটির ট্রেলার। ব্যাকগ্রাউন্ডে বাজছে ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি’।