মিথ্যা এবং বানোয়াট খবর প্রকাশের দায়ে ভারতের এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি রুপির মানহানির মামলা ঠুকলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার!
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর থেকেই বলিউডের বহু তারকার দিকে আঙুল তোলে নেটিজেনদের একাংশ। যেই রোষানলে সম্প্রতি নাম আসে বলিউডের খিলাড়ি খ্যাত তারকা অক্ষয় কুমারের।
পুলিশ এই ইউটিউবারকে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান ও মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে একবার গ্রেফতারও করেছিল। তবে আদালত তার আগাম জামিন মঞ্জুর করেছে।
রশিদ সিদ্দিকী মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে ও অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেই পোস্টগুলো প্রায় লাখের ওপর ভিউ পায়। এ নিয়ে শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র ইতিমধ্যেই রশিদের বিরুদ্ধে মামলা করেছেন।
রশিদ ইউটিউবে জানান, সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ ও আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পৌঁছে দেওয়ারও পরিকল্পনা করেন অক্ষয়।