আন্তর্জাতিকঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাতেই ‘জয়ের খবর’ দেবেন বলে জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১২টার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ রাতে আমি বিবৃতি দেব। বড় জয়!’

কিন্তু এখন পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে বাইডেন কিছুটা এগিয়ে। ফক্স নিউজ জানিয়েছে, পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশিরভাগ ফলাফলে ৪৪৭টি ইলেক্টোরালের মধ্যে ২৩৭টি গেছে বাইডেনের ঘরে, ২১০টি পেয়েছেন ট্রাম্প।এবারের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রায় ২১ কোটি ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় ১০ কোটি।

ট্রাম্পের সহকারী কেলিয়ান কনওয়ে এবিসি নিউজকে আগে বলেন, ‘রাতেই আপনারা প্রেসিডেন্টের কথা শুনতে পাবেন।’

‘প্রেসিডেন্ট হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে কথা বলবেন বলে পরিকল্পনা করা হয়েছে।’