
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, হোয়াইট হাউজে ক্ষমতায় যেই আসুক তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ স্বাগত জানাবে; জো বাইডেন জয়ী হলেও চলমান সম্পর্কে ব্যাঘাত ঘটবে না বলে মনে করেন তিনি।
বুধবার দুপুরে, মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, ট্রাম্প ২য় দফায় প্রেসিডেন্ট হলেও বাংলাদেশের কোনো সমস্যা হবে না। কারণ তিনি অন্য দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামান না।
মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি এখন ভালো। অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। আমরা জিও পলিটিক্যালে ভালো অবস্থানে আছি। তাই আমার ধারণা যে সরকারই আসুক আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারব।
এসময় মহানবী (সা.) অবমাননা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেয়া হয়েছে। দেশে যারা আন্দোলন করছেন তারা সেটা শান্তিপূর্ণভাবে করবেন, সেটাই চায় সরকার। কারো মত প্রকাশে বাধা দেয়া হবে না।