এদিকে, আনিসুল করিম হত্যার বিচার চেয়ে মাদক নিরাময় কেন্দ্রের সামনে মানববন্ধন করেছেন তার সহাপাঠী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। এই ঘটনার দ্রুত বিচার চেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনেও মানববন্ধন করেছেন বর্তমান শিক্ষার্থীরা।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের একটি দল মাইন্ড এইড মাদকাসক্ত নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় মাদক নিরাময় কেন্দ্রের নথিপথ সংগ্রহ করেন তারা। পরে তাদের পক্ষ থেকেও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। এসময় ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মইনুল আহসান বলেন, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র কোন হাসপাতাল বা ক্লিনিক না। এমনকি কোন ধরণের নিয়মেরই তোয়াক্কা তারা করে নি তারা। তিনি বলেন, তারা আবেদন করেছিল, কিন্তু মার্চ মাসের চার তারিখ আমরা এটার আবেদন স্থগিত ঘোষণা করেছি।