রীতিমতো বাথটবে দুধ বোঝাই করে প্রাণের সুখে গোসল করছেন এক ডেইরি কর্মী। শেষ পর্যন্ত গুরুতর অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে তুরস্কের ডেইরি কর্মী এক যুবককে। তার নাম উগুর টুটগুট।

ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একটি দুধ প্রক্রিয়াকরণ কারখানার ভেতরে এক কর্মী দুধ ভর্তি চৌবাচ্চায় গোসল করছেন। মগে করে জলের মতো দুধ তুলে মাথায় ঢালছেন। যেভাবে কেউ বাথটাবে গোসল করে একেবারে সেই ভাবে।

এই গোটা ঘটনা দ্বিতীয় কেউ ক্যামেরাবন্দি করেন। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তার জেরে গ্রেফতার করা হয় ওই দুধে গোসল করা ব্যক্তি এবং ক্যামেরাম্যানটিকেও। ইউটিউবে ভিডিওটি ৬ নভেম্বর আপলোড হয়েছে। আর তারপরই সেটি ভাইরাল হতে সময় নেয়নি।

এই ভিডিও সামনে আসার পর ওই দুধ প্রক্রিয়াকরণ কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন কারখানাটিকে জরিমানাও করেছে।