বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। তিনি ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। এই দীর্ঘ সময়ে রোহিঙ্গা ও করোনা মহামারীসহ নানা ধরনের সমস্যা মোকাবিলা করছেন তিনি।

এতো ব্যস্ততার মাঝেও রান্না করে, মাছ ধরে এবং সেলাই করে অবসর সময় কাটান এই প্রধানমন্ত্রী। তার এমন দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২১ নভেম্বর, শনিবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ফেরিফাইড ফেসবুক পেজে ওই ছবি দুটি পোস্ট করেন।

ওই দুটির একটিতে প্রধানমন্ত্রীকে মাছ শিকারের পর বরশি হাতে দেখা যাচ্ছে। আর অন্যটিতে তিনি সেলাইয়ের কাজ করছেন।