করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তার নিবিড় চিকিৎসার জন্য তাকে আইসিইউতে নেওয়া হয়।