![]() |
আন্তর্জাতিক ডেস্ক |
মার্কিন নির্বাচনে ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টান টান উত্তেজনা। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর জয় ঘোষিত হয়নি। মিনিটে মিনিটে চলছে ভোটের নতুন হিসাব। অ্যারিজোনার ভোট গণনা শেষ হয়নি। একাধিক গণমাধ্যম অ্যারিজোনাকে বাইডেনের পক্ষে দিয়ে দিয়েছে। ফলে তাঁর পক্ষে ২৬৪ ইলেক্টোরাল ভোট দেখানো হচ্ছে।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য বাইডেনের আর দরকার মাত্র ৩২টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্পের দরকার ৫৭। নেভাডা অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট রয়েছে ছয়টি। অঙ্গরাজ্যটিতে ৮৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ট্রাম্প পেয়েছেন ৪৮ দশমিক ৭ শতাংশ। আর জো বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ৩ শতাংশ। এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে রয়েছেন বাইডেন। ১০ ইলেক্টোরাল ভোটের অঙ্গরাজ্যে উইসকনসিনে এগিয়ে রয়েছেন বাইডেন। সেখানে মোট ভোটের ৮৯ শতাংশ পড়েছে। এর মধ্যে বাইডেন পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ আর ট্রাম্প পেয়েছেন ৪৯ শতাংশ।
যেকোনো সময়ে এ রাজ্যের গণনা শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সে ক্ষেত্রে নাভাদার ছয়টি ইলেক্টোরেট ভোট পেলেই জো বাইডেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষিত হবে।
সব বিবেচনায় জো বাইডেনকে নিয়ে এখনো আশাবাদ জোরালো। এর মধ্যেই ট্রাম্পের প্রচারণা শিবির থেকে উইসকনসিনে ভোট আবারও গণনার আবেদন জানানো হয়েছে। রাজ্যের নির্বাচনী আইনে যেকোনো পরাজিত পার্থী এমন পুনঃ গণনার আবেদন জানাতে পারে। আবেদন গৃহীত হলেও ফলাফলের কোনো পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে না।
সব বিবেচনায় জো বাইডেনকে নিয়ে এখনো আশাবাদ জোরালো। এর মধ্যেই ট্রাম্পের প্রচারণা শিবির থেকে উইসকনসিনে ভোট আবারও গণনার আবেদন জানানো হয়েছে। রাজ্যের নির্বাচনী আইনে যেকোনো পরাজিত পার্থী এমন পুনঃ গণনার আবেদন জানাতে পারে। আবেদন গৃহীত হলেও ফলাফলের কোনো পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে না।
পেনসিলভেনিয়া এবং মিশিগানের ভোট গণনা বন্ধ করার জন্য আবেদন জানিয়েছেন ট্রাম্প। ভোট গণনা বন্ধের এমন আবেদন নিয়ে আদালতে খুব সুবিধা পাবেন বলেও মনে হচ্ছে না। যদিও মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টে গেলে রক্ষণশীল প্রাধান্যের সুপ্রিম কোর্ট তাঁকে সুবিধা দেবে। ডেমোক্রেটিক দলের আইনজীবীদের দল আদালতকে মোকাবিলা করার জন্য আগে থেকেই প্রস্তুত আছে। প্রতিটি রাজ্যের আইন বিশ্লেষণ করে ভোট গণনার ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের পক্ষে পাওয়া যাবে বলেও কেউ জোরালোভাবে মনে করছেন না।