নিজস্ব প্রতিনিধীঃ গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক পৌর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল। ইতোমধ্যে একজন সৎ ও আদর্শবান, জনবান্ধব সুবক্তা হওয়ায় পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে প্রিয় অভিভাবকের আসনে আছেন রফিকুল ইসলাম মন্ডল বুলবুল। তিনি নির্বাচনে লড়তে মেয়র প্রার্থী হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারণা, যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, করছেন চা চক্র ।
সাবেক পৌর আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম মন্ডল বুলবুল সুশিক্ষিত ও মাদক মুক্ত পৌরসভা গড়ার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন – সমাজ সেবা করাটা আমার লক্ষ্য ও উদ্দেশ্য – যেহেতু সমাজ সেবা করতে গেলেও প্রয়োজন একটা ঠিকানা-দরকার একটা পরিচিতি, আর তাই আগামি শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে ভোটের মাধ্যমে জনগনের পাশে থেকে কাজ করে যেতে চাই । তাছাড়া মানুষের সেবা করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের জন্য সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, এর চেয়ে বড় কাজ আর কী হতে পারে। আমি আমার জীবনের সবটা সময় উৎসর্গ করেছি আওয়ামী লীগের রাজনীতির পেছনে জনগণের জন্য। এখানে আমার নিজের কোনো চাওয়া-পাওয়া কিছু নেই।
তিনি আরও বলেন আমি যখনি যে কাজ করি, যে পদক্ষেপ নেই তখনি খেয়াল রাখি যেন আমার এলাকাবাসীর উপকার হয়। জনগণ সেবা পায়। ক্ষমতা আমার কাছে কোন ভোগের বস্তু নয়। এটা দায়িত্ব পালন। জনগণের সেবা করাই আমার প্রথম কর্তব্য। তাই এটাকে আমি কর্তব্য হিসেবেই নেই। আশা করি আগামী পৌরসভা নির্বাচনে জনগন আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করবেন।