ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে ক্রিকেট বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া মহসীন তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জের দিরাই থেকে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে চাপাতি প্রদর্শন করে সাকিব আল হাসানকে গলা কেটে হত্যার হুমকি দেন এই যুবক।
এদিকে ওই যুবক তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক। এসময় অশ্লীল ভাষায় সাকিবকে গালিগালাজও করতে থাকেন তিনি।
এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহবান জানান।