সিলেট শহরতলীর কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে সারা সিলেট বিভাগ বিদ্যুৎ বিছিন্ন হয়ে পড়েছে।
পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের দীর্ঘক্ষণের পরিশ্রমের পরে আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ১১ টা ৬ মিনিটের দিকে। নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ একটা আওয়াজ শুনে তারা দেখতে পান আগুনের শিখা। এরপরেই আগুন বৃদ্ধি পেতে থাকে। তবে আগুন লাগার স্পষ্ট কোনো কারণ তারাও জানাতে পারেননি।