করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ডেনমার্কে মেরে ফেলা হচ্ছে শত শত খামারের মিঙ্ক। সেই খামার দেখতে গিয়ে কাঁদলেন দেশটির প্রধানমন্ত্রী মেতে ফ্রেদেরিকসেন।
প্রজন্মের পর প্রজন্ম মিঙ্ক উৎপাদন করা খামারীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের প্রতি সমবেদনা জানান তিনি। বলেন, মিঙ্কের মাধ্যমে অনেকের মাঝেই করোনা ছড়াচ্ছে। তাই ১ কোটি ৭০ লাখ মিঙ্ক মেরে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। তবে ক্ষতিগ্রস্থ খামারীদের সহায়তা দেয়ার পাশাপাশি অন্যান্য খাতে কর্মসংস্থান তৈরির আশ্বাস দেন প্রধানমন্ত্রী। দেশটির বিরোধীরা বলছেন, প্রাণিগুলো মেরে ফেলার আগেই খামারিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা উচিৎ ছিলো সরকারের।