রাশিয়ায় একটি নদীর পানি আচমকাই লাল হয়ে গেছে। দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। নদীর পানি এতটাই লাল যে তাতে নামার সাহস হাঁসও দেখাচ্ছে না। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। খবর- আনন্দবাজার পত্রিকা।

ভিডিও