চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে। নির্বাচনী এলাকাগুলোতে শুরু হয়েছে প্রচারণার আমেজ।

ইতোমধ্যে প্রচারণা পূর্ববর্তী মেয়র প্রার্থীসহ সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের প্রচারপত্র-পোস্টার-ব্যানার-দেয়ালিকা-বিলবোর্ড-গেইটসহ সব নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানিয়েছেন চসিক নির্বাচনের রিটানিং অফিসার হাসানুজ্জামান।
এসব নির্বাচনী প্রচার সামগ্রী স্ব-উদ্যোগে আগামী ৭২ ঘন্টার মধ্যে অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা ও নগরীর ৪ ওয়ার্ডে নতুন করে তফসিল ঘোষণার পর নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার সামগ্রী প্রদর্শিত হওয়া মানে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
আসন্ন চসিক নির্বাচনে একজন সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ ৪ জন কাউন্সির মারা যাওয়ায় উক্ত চার ওয়ার্ডে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। এসব ওয়ার্ডের প্রার্থীদের আগামী ৮ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেয়া হবে। একইদিন থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন।