দ্মাসেতুর সর্বশেষ ৪১তম স্প্যান পিলারের উপর স্থাপন করা হয়েছে। এই স্প্যানটি সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসার ফলে স্বপ্নের পূর্ণাঙ্গ পদ্মাসেতুটি দৃশ্যমান হল। এর মধ্য দিয়ে যুক্ত হল পদ্মার দুই পাড়- মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা পয়েন্ট। এ যেন পদ্মার উপর ভাসমান এক অমর পূনাঙ্গ কবিতার পংক্তি।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ‘টু-এফ’ নামে ৪১তম স্প্যানটি বসানো মধ্য দিয়ে সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।
২০১৭ সালের ৩০ সেপ্টম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। সে হিসেবে ৩ বছর ২ মাস ১০ দিনে বসানো হলো সেতুর সব কয়টি স্প্যান।