নিজস্ব প্রতিনিধিঃ

আজ ৭২ তম বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালে জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে স্বীকৃতি দেন।

মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীত, সহজাত, অহস্থান্তর যোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকারই হলো মানবাধিকার।মানবাধিকার হলো প্রতিটি মানুষের এক ধরণের অধিকার যেটি তার জন্মগত ও অবিচ্ছেদ্য।

এদিকে বিশ্ব মানবাধিকার দিবসকে কেন্দ্র করে মানববন্ধ ও র‍্যালীর আয়োজন করে “বাংলাদেশ স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি”।

সকাল ১০ টায় আগ্রাবাদ মোড় আক্তারুজামান সেন্টারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।এসময় সেখানে উপস্থিত ছিলেন “বাংলাদেশ স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি”র সভাপতি মোঃ ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

এসময় উক্ত সংগঠনের সভাপতি বলেন আজ বিশ্ব মানবাধিকার দিবস।তাই দিবসকে কেন্দ্র করে বিজয়ের মাসে আমি বলতে চায় আসুন আমরা সকলে এক হয়ে কাজ করি।সমাজে এখনো মানবাধিকার লঙ্গন হচ্ছে। চলুন আমরা সবাই এক হয়ে মানুষের নায্য অধিকার গুলো বাস্তবায়ন করি।
এছারও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল আজিজ, তথ্য সম্পাদক সাইফুল্লাহ, সিনিয়ার সম্পাদক জাফরুল্লাহ, পাবলিক রিলেশন অফিসার মোঃ ইবারাহিম রাসেল, কর্ণফুলী থানার জানারেল সেক্রেটারী মোহাম্মদ সাদ্দাম।

এছারও উপস্থিত ছেলেন সাংবাদিক ঈসা মোহাম্মদ তকী তাজওয়ার, সাংবাদিক শামসুন নাহার তাজওয়ার এবং সাংবাদিক ফয়সাল সিকদার, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছা সেবক লীগ,চট্টগ্রাম জেলা এবং অন্যান্য অথিতিবৃন্দ।

অনুষ্ঠান শেষে এক বিশাল র‍্যালীর আয়োজন করেন উক্ত সংগঠনটি।র‍্যালীটি আগ্রাবাদ থেকে চৌমুহনী হয়ে পানওয়ালা পাড়া হাড্ডি কম্পানী মোড় “বাংলাদেশ স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি”র চট্টগ্রাম জেলা অফিসে এসে শেষ হয়।