সমালোচনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হলো কলকাতার দেব অভিনীত বাংলাদেশি সিনেমা ‘কমান্ডো’র টিজার। ২৫ ডিসেম্বর দেবের জন্মদিন উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল টিজারটি। প্রকাশের পরই টিজারে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর বিতর্কের মুখে টিজারটি সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক শামিম আহমেদ রনী ও প্রযোজক সেলিম খান। এ প্রসঙ্গে প্রযোজক সেলিম খান ও পরিচালক শামিম আহমেদ রনী বলেন, ইসলামের অবমাননা করা হয় এমন কিছু আমরা কখনোই করিনি, করবোও না। ইসলামকে অবমাননা করার মতো স্পর্ধা বা সাহস আমাদের নেই। তবুও ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে অনিচ্ছাসত্ত্বেও আঘাত করায় আমি এবং আমার টিম ক্ষমা চাইছি। শিগগিরই নতুন টিজার প্রকাশ করা হবে।