বার্সেলোনার আর্জেন্টাইন মহাতারকা লিওনের মেসি ও লিভারপুলের মিসরীয় তারকা মহম্মদ সালাহকে পেছনে ফেলে শতাব্দীর সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল ২৭ ডিসেম্বর, রবিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ বছরে ফুটবলারদের পারফর্মেন্স আর ২১ মিলিয়ন সমর্থকদের ভোটে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি নির্বাচিত হন তিনি। এই পথে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি, মহম্মদ সালাহ ও রোনালদিনহো’র মতো তারকা ফুটবলাররা।
শতাব্দী সেরার পুরস্কার হাতে নিয়ে রোনালদো বলেন, ‘যারা আমাকে এই সম্মানের জন্য নির্বাচিত করেছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এই পুরস্কার নতুন উদ্যমে লড়াই করতে প্রেরণা দেবে।’