২০১৮ সালের মে মাসের পর একে অন্যের বিপক্ষে আর খেলা হয়নি মেসি-রোনালদোর। সেই সুযোগ অবশেষে এসেছে আবার। দুজনের পুরোনো দ্বৈরথের নতুন সংস্করণের আকর্ষণটা নিজের দিকেই টেনে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বার্সার মাঠে গিয়ে রোনালদোর জুভেন্টাস জিতে এসেছে ৩-০ গোলে। লিওনেল মেসিকে দেখিয়ে দেখিয়ে জোড়া গোল করেছেন রোনালদো নিজেই!
ম্যাচে ১৩ মিনিটে ডি-বক্সের মধ্যে রোনালদোকে ফাউল করেন বার্সার ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিলে কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। ২০তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। ডান দিক থেকে কুয়াদরাদোর ক্রস ৬ গজ বক্সের বাইরে থেকে বার্সার গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
ম্যাচের ২২ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মেসি। কিন্তু তার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক বুফন। মেসি আরো কয়েকটি সুযোগ পেলেও জালে বল পাঠাতে পারলেন না।
২০১৬ সালের পর এই প্রথম গ্রুপ পর্বের ম্যাচ হারল বার্সেলোনা। সেবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল কাতালানরা। ভুলে যাওয়া স্বাদটা রোনালদোর কল্যাণে আবারও পেলেন মেসি।
২০১৬ সালের পর এই প্রথম গ্রুপ পর্বের ম্যাচ হারল বার্সেলোনা। সেবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল কাতালানরা। ভুলে যাওয়া স্বাদটা রোনালদোর কল্যাণে আবারও পেলেন মেসি।