লালমনিরহাট প্রতিনিধি ঃ
৩০/১১/২০২৯ ইং সোমবার রাত ৭ টার দিকে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায়। গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম এর নেতৃত্বে টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী ৬ নং ওয়াডের সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় গরু উদ্ধার করে। এ সময় গরু পাচারকারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। প্রাথমি তদন্তে জিযারুল ইসলাম জিয়া( ৩৫) পিতাঃএকাব্বর সাং গেন্দুকুড়ী ওয়াড নং ৬ ইউনিয়ন টংভাঙ্গা পুলিশ সুত্রে জানা গেছে। ওসি হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ এরশাদুল আলম জানান মঙ্গলবার তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্হা নেয়া হবে।