ম্যারাডোনার মৃত্যুর ৫ দিন পার হয়নি। এর মধ্যেই, শোকাবার্তা কাটিয়ে জন্ম নিয়েছে নানা বিতর্কের। অভিযোগ উঠেছে ম্যারাডোনার চিকিৎসা ব্যবস্থা নিয়ে। কিংবদন্তির আইনজীবী মাতিয়াস মোরালা অভিযোগ করেছেন, দিয়াগোকে হত্যা করা হয়েছে। তার দাবি, মৃত্যুর আগে শেষ ১২ ঘণ্টা ম্যারাডোনার খোঁজ নেননি চিকিৎসক ও বাড়িতে দায়িত্বরত নার্সরা। আভিযোগ আমলে নিয়ে, ইতিমধ্যে তার চিকিৎসকের বাড়িতে হানা দিয়েছে পুলিশ।

প্রথমে ম্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরালা অভিযোগ আনেন মৃত্যুর আগের ১২ ঘণ্টা কোনো নার্স খবর নেননি ম্যারাডোনার। এবার অভিযোগ দিয়াগোর একান্ত ডাক্তার লিওপোলদোর বিরুদ্বে।
ম্যারাডোনার আকস্মিক মৃত্যুতে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুককে দায়ী করেছে পরিবার।