এবারে দেশসেরা এই ব্যাটসম্যান মুখোমুখি হলেন অন্যরকম এক চ্যালেঞ্জের। টাইগার ওপেনার অভিনব এক ‘টাগ অফ ওয়ার’ খেললেন আসল বাঘের সঙ্গে।
ব্যস্ত ক্রিকেট সূচি শেষে তামিম ছুটিতে আছেন দুবাইয়ে। সেখানে বিখ্যাত পশু খামার ‘ফেইম পার্ক’ এ ঘুরতে গিয়েছিলেন এই বাঁ-হাতি। আর সেখানেই পড়লেন নতুন এক চ্যালেঞ্জের সামনে।
আসল বাঘের সঙ্গে দড়ি টানাটানি করেছেন তামিম। সেই ভিডিও পোস্টও করেছেন নিজের অফিশিয়াল ফেইসবুক পেইজে।
ভিডিওতে দেখা যায় তামিম ও তার এক সঙ্গী বাঘের সঙ্গে দড়ি টানাটানি করছেন। খুব একটা সুবিধা করতে পারেননি তামিম। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘যথেষ্ট শক্তিশালী নয়’।
শক্তি পরীক্ষায় একবার এগিয়ে যায় বাঘ, তো আরেকবার তামিম ও তার সঙ্গী। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি। এই সংবাদ লেখা পর্যন্ত দুই হাজার ছয়শ’ বারের বেশি শেয়ার হয়েছে। আর কমেন্টও পড়েছে আড়াই হাজারের বেশি। পাশাপাশি বিরানব্বই হাজারের বেশি নেটিজেন এই ভিডিওতে রিঅ্যাক্ট করেছেন।