সেখানে নেতা ব্রেই ওয়্যাটের (উইন্ডহাম লরেন্স রোটুন্ডা) দুই সহচরের একজন ছিলেন লুক হারপার, ব্যক্তিগত জীবনে যিনি জোনাথান হুবার নামে পরিচিত। জন সিনা থেকে র‍্যান্ডি অরটন, দ্য রক থেকে শুরু করে এজে স্টাইলস, আন্ডারটেকার থেকে শুরু করে কেইন—বিশ্বখ্যাত রেসলিং কোম্পানি ডব্লুডব্লুইতে এই হারপারের সঙ্গে লড়েছেন অনেকেই। সেই হারপারই অপ্রত্যাশিতভাবে চলে গেলেন সবাইকে ছেড়ে। ৪১ বছর বয়সী এই রেসলার পরপারে পাড়ি জমিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন তাঁর স্ত্রী, অ্যামান্ডা হুবার।

অ্যামান্ডা জানিয়েছেন, ‘আমি এসব কথা লিখতে চাইনি কখনো। আমার হৃদয় আজ ক্ষতবিক্ষত। বিশ্ব ওকে লুক হারপার কিংবা ব্রোডি নামে চিনলেও ও ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার স্বামী, ওর চেয়ে ভালো বাবা আর কেউ হতে পারবে না। আমার মনে এখন কী চলছে, সেটা বোঝানোর সামর্থ্য কোনো শব্দের নেই। ও ওর প্রিয়জনদের পাশে রেখেই ওপারে পাড়ি জমিয়েছে।’ মৃত্যুর কারণও জানিয়েছেন অ্যামান্ডা, ‘ও বহুদিন ধরে করোনাভাইরাসবিহীন ফুসফুসের সমস্যায় ভুগছিল।’