| দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। চলতি সপ্তাহের শেষে দিকে বৃষ্টি হওয়ার এ সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।