কেজিএফ: চ্যাপ্টার টু ছবির টিজার মুক্তি পায় ৭ জানুয়ারি। এটি ছিল সিনেমার ইউনিটের পক্ষ থেকে ছবির কেন্দ্রীয় অভিনেতা যশের জন্য জন্মদিনের উপহার। ৮ জানুয়ারি ছিল যশের ৩৫তম জন্মদিন। আর টিজারে লেখা দেখা যায়, ‘শুভ জন্মদিন আমাদের রকিং স্টার যশ।’ ইউটিউবে টিজারের নিচে কেজিএফ–ভক্তরা লিখেছেন, ‘সম্ভাব্য সেরা টিজার। 

হলিউডের কোনো ছবির টিজার থেকে এটি কোনো অংশে কম নয়। এ ছবি বিশ্বের যেকোনো ছবিকে টেক্কা দিতে প্রস্তুত।’ আরও লেখা হয়েছে, ‘কতবার যে দেখলাম! আপনি অন্তত পাঁচবার দেখুন।’ বাংলাদেশ থেকে একজন লিখেছেন, ‘যশ, আমরা তোমাকে ভালোবাসি। বাংলাদেশি কেজিএফ–ভক্তদের পক্ষ থেকে এ ছবির জন্য শুভকামনা। মুক্তির অপেক্ষায় থাকলাম।’