। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গেয়ে আটক হয়েছে দুই কিশোর। শনিবার সকালে কুমারখালী তেবাড়ীয়া জয়বাংলা প্রাথমিক বিদ্যালয়ের পৌরসভার ৮নং নির্বাচনী কেন্দ্রের ৬নং বুথে জাল স্মার্ট কার্ডের মাধ্যমে ভোট দিতে গিয়ে তারা ধরা পড়ে তারা। 

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে।  ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

জানা যায়, মামুন ও সজল স্মার্টকার্ড জাল করে ওই কেন্দ্রের ৬ নম্বর বুথে ভোট দিতে যায়। এ সময় বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা খাইরুল ইসলাম তাদের জাল ভোট দিতে আসার বিষয়টি বুঝতে পারেন এবং আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।